বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল
বরিশাল-৫ আসন
টুইট ডেস্ক : আজ শুক্রবার ইসির কার্যালয়ে আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিলের রায় দেওয়া হয়।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিলের রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।
এর আগে দৈত্ব নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব) জাহিদ ফারুক।