স্থগিত হল ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা
টুইট ডেস্ক : ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক’। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (চলতি দায়িত্ব) পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের ক্ষুদেবার্তার মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
‘বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েটের অধীনে ১০টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ অফিসার (সাধারণ) পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে ২৩ ডিসেম্বরের জন্য নির্ধারিত প্রাথমিক পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।’
পরীক্ষার সংশোধিত তারিখ এবং সময় যথাসময়ে ঘোষণা ও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ‘সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অভ বাংলাদেশ’।