রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষা
নিজস্ব প্রতিবদেক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহযোগিতায় বৃহস্পতিবার আরইউজে এ উদ্যোগ নেয়। এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রায় অর্ধশত সাংবাদিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরীক চেকআপের পর চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রইস উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোল্লা মো. ইফতেখার হোসেন ও ডা. আবু সায়েম।
এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক অধ্যাপক মোহা. হবিবুর রহমান, আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পক্ষ থেকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যেই পান সাংবাদিকরা। সাংবাদিকদের এ সুযোগ দেওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রতি আরইউজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।