এবার লক্ষ্য জাতীয় সংসদ: রাজশাহীতে নাহিদ ইসলামের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, এবার তাদের লক্ষ্য জাতীয় সংসদ জয়।
তিনি বলেন, “৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও আমরা জয় করব।”
রবিবার (৬ জুলাই) রাতে এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ বলেন, তাদের রাজপথে নামা ছিল একাধিক স্বপ্নের অংশ। তিনি স্মরণ করেন, কীভাবে তাঁর ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, এবং রাজশাহীর অনেক তরুণ শহীদ হয়েছিলেন।
নাহিদ আরও বলেন, “আমরা কেবল শেখ হাসিনার পতন চাইনি, আমরা চেয়েছিলাম সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। কিন্তু ৫ আগস্টের পর ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করি—ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল। তবে এবার আমরা শপথবদ্ধ—এই ভুল আর করব না। আর কাউকে সুযোগও দেব না।”
তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের পূর্বে সংবিধান সংস্কার, বিচার এবং ‘খুনি হাসিনার বিচার’ দেখতে চায় তাঁর দল। তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন চায়, যা তরুণদের নেতৃত্বে হবে।
নাহিদ ইসলাম ৩ আগস্ট মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে নতুন প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “যারা বলে ‘জুলাই কেবল আবেগ’, তারা মূলত মুজিববাদের নতুন পাহারাদার। তাদের প্রতিরোধ করতেই হবে।”
নাহিদ ইসলামের বক্তব্যে সরকারবিরোধী ভাষা থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।