রাশিয়ান সেনারা উত্তর কোরিয়ার রকেট লঞ্চার ব্যবহার করছে, টানে রোবট!

বিশ্ব ডেস্ক: রাশিয়ান বাহিনী একটি অস্বাভাবিক সামরিক কৌশলের মাধ্যমে বিশ্বজুড়ে নজর কেড়েছে। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, তারা উত্তর কোরিয়ার তৈরি ১০৭ মিমি টাইপ-৭৫ মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করছে, যার সঙ্গে ব্যবহৃত হচ্ছে HE-FRAG (High-Explosive Fragmentation) গোলা।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই রকেট লঞ্চারটি টেনে নিয়ে যাচ্ছে একটি ট্র্যাকচালিত গ্রাউন্ড রোবট, যার নাম “ভারান” (Varan)। এটি একটি স্বয়ংক্রিয় ও ছোট রোবট যান, যেটি সাধারণত দূরবর্তী পরিবহন বা মাইন পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। কিন্তু সরাসরি রকেট লঞ্চার বহনে এমন ব্যবহার নজিরবিহীন।

বিশ্লেষকদের মতে, এই অস্বাভাবিক প্রযুক্তির প্রয়োগ রাশিয়ার সেনা সরঞ্জামের ঘাটতির ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ট্রাক ও অন্যান্য টোয়িং যানবাহনের সংকটের সময়।

উল্লেখ্য, টাইপ-৭৫ মাল্টিপল রকেট লঞ্চারটি ১৯৭০ দশকে উত্তর কোরিয়ার তৈরি এবং সাধারণত হালকা বাহিনী বা গেরিলা যোদ্ধাদের কাছে জনপ্রিয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

এই ঘটনায় রাশিয়া-উত্তর কোরিয়া অস্ত্র সহযোগিতার দিকটিও আবার আলোচনায় এসেছে।

সূত্র: যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণকারী বিশ্লেষক ও ওপেন সোর্স গোয়েন্দা প্ল্যাটফর্ম।