আওয়ামী ফ্যাসিবাদের নির্বাচন স্বপ্ন নয়, দুঃস্বপ্ন হবে: রংপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি
রংপুর প্রতিনিধি: রংপুর জেলা হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের মতো নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব।”
জনসভাটি আয়োজন করে রংপুর মহানগর ও জেলা জামায়াত। সভাপতিত্ব করেন মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান।
প্রধান অতিথি ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর আমীর নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
“আলোর যুদ্ধ শেষ হয়নি”
ডা. শফিক বলেন, “আবু সাঈদরা চলে গেলেও তাদের রেখে যাওয়া শিক্ষা, অনুপ্রেরণা আমাদের প্রেরণা। যুদ্ধ এখনো শেষ হয়নি। একটি মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।”
“ভোটাধিকার ও কেয়ারটেকার প্রস্তাব”
তিনি বলেন, জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমই কেয়ারটেকার সরকারের প্রথম প্রস্তাবদাতা। সেই ভিত্তিতেই তিনটি অবাধ নির্বাচন হয়েছিল। বর্তমানে ভোট কেন্দ্রের সন্ত্রাস, কালো টাকার খেলা ও প্রশাসনিক ক্যু’র ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
“মিথ্যা বিচার ও শহীদদের সম্মান”
ডা. শফিক বলেন, “আমাদের শহীদ নেতারা মাথা নত করেননি। যারা মিথ্যা অভিযোগে ফাঁসি গেছেন, তাদের নির্দোষ প্রমাণিত হয়েছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্য দিয়ে।” তিনি তরুণদেরকে মানবতার মুক্তির লড়াইয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা সংখ্যালঘু ও সংখ্যাগুরু মানি না। আমরা সবাই এ দেশের গর্বিত নাগরিক। সংবিধান যে অধিকার দিয়েছে, আমরা তার পাহারাদার হব।”
“মব সংস্কৃতি সমর্থনযোগ্য নয়”
মব নিয়ে বলেন, “রাষ্ট্রে আইনের শাসন থাকবে। বিচার আদালতের, জনগণের নয়।” ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এটিএম আজহারুল ইসলামের বক্তব্য:
তিনি বলেন, “আমি যে গলায় ফাঁসির দড়ি ঝোলার কথা ছিল, আজ সেখানে ফুলের মালা। আবু সাঈদের রক্তই আমার মুক্তির পথ খুলে দেয়।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ছিল এবং দোষারোপকারীদের বিচার হওয়া উচিত।
অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য:
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ফ্যাসিবাদীরা পালিয়েছে। এখন মুক্ত বাতাসে চলাফেরা করা যাচ্ছে। তবে শান্তি আসবে তখনই, যখন কুরআনের আইন কার্যকর হবে।”
মিয়া গোলাম পরওয়ার, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, “ন্যায়বিচার কেবল কুরআনের মধ্যে নিহিত।”
রফিকুল ইসলাম খান বলেন, “১৫ বছরে ভারতীয় প্রভাব ও ইসলামবিরোধী নীতিতে দেশ পরিচালিত হয়েছে। ডা. শফিকের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।”
সমাবেশজুড়ে নেতারা নতুন নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন এবং শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন করেন। সর্বশেষে রংপুরের জনগণের প্রতি আহ্বান জানানো হয় যেন আগামীর বাংলাদেশ গঠনে তারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখে।
#Jamaat #RangpurRally #ShafiqulRahman #Election2025 #CareTakerGovt #AbuSayeed #ATM_Azhar #BangladeshPolitics