মায়ানমারে বিদ্রোহীদের হামলায় আরেকটি চীনা FTC-2000G যুদ্ধবিমান ভূপাতিত, নিহত ২ পাইলট

টুইট ডেস্ক: মিয়ানমারের কারেন রাজ্যে বিদ্রোহীদের হামলায় আবারও একটি চীনা নির্মিত FTC-2000G যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনায় বিমানটির দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।

ঘটনাটি ঘটেছে চলমান গৃহযুদ্ধের উত্তপ্ত এলাকা কারেন রাজ্যে, যেখানে সামরিক বাহিনী ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক মাস ধরে তীব্র সংঘর্ষ চলছে।

চীনের তৈরি যুদ্ধবিমান: ঘনঘন ক্ষতির মুখে

মিয়ানমার সরকার ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে চীন থেকে বেশ কয়েকটি FTC-2000G যুদ্ধবিমান গ্রহণ করে। এই হালকা মাল্টিরোল জেটগুলো মূলত আকাশে টহল ও স্থল হামলার জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

তবে এই বিমানগুলো ইতোমধ্যেই ৩ থেকে ৪টি ইউনিট বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়েছে, যা মিয়ানমার সামরিক বাহিনীর জন্য বড় ধাক্কা।

বিদ্রোহীদের পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা

কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (KNLA) এবং তাদের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সম্প্রতি শক্তিশালী বিমান বিধ্বংসী অস্ত্র ও প্রযুক্তি অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মিয়ানমার সেনাবাহিনীর আকাশ অভিযান আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে জাতিগত নিপীড়নের অভিযোগ ও গৃহযুদ্ধ চলমান অবস্থায় এই ধরনের সামরিক ক্ষতি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। বিশেষ করে চীন থেকে আনা আধুনিক যুদ্ধবিমানের এমন ক্ষতি মিয়ানমার সরকারের কৌশলগত দুর্বলতাকেই তুলে ধরছে।