ইউক্রেনের প্রতি ডেনমার্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানালেন জেলেনস্কি
টুইট ডেস্ক: রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনের প্রতি ডেনমার্ক ও ডেনিশ জনগণের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক বিবৃতিতে তিনি বলেন, “সামরিক ও মানবিক সহায়তা, যৌথ প্রতিরক্ষা উৎপাদন, এবং ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ—সব ক্ষেত্রেই ডেনমার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
সম্প্রতি ডেনমার্কের রাজা ফ্রেডেরিক এক্স-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধপীড়িত অঞ্চলগুলোর পুনর্গঠনে পৃষ্ঠপোষকতা, সামরিক চিকিৎসা খাতে সহযোগিতা এবং প্রবীণ যোদ্ধাদের সহায়তা প্রকল্প নিয়ে আলোচনা করেন।
তিনি ডেনিশ প্রতিষ্ঠানগুলোকে প্রোস্থেটিকস (কৃত্রিম অঙ্গ) এবং পুনর্বাসন খাতে যৌথ প্রকল্পে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
এছাড়াও, ইউক্রেনের প্রেসিডেন্ট ডেনমার্কের নেতৃত্বে গঠিত ফাইটার জেট কোয়ালিশন-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্সি চলাকালীন আলোচনার ক্লাস্টার খোলার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্তের ওপর গুরুত্ব আরোপ করেন।