বান্দরবানে কেএনএফ আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
টুইট ডেস্ক: বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর একটি গোপন আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রাকভোর অভিযানে সম্প্রতি চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—১টি Type 56 অ্যাসল্ট রাইফেল, ১টি Type 56 সেমি-অটো রাইফেল, এবং আরও ২টি অস্ত্র (বিস্তারিত এখনো প্রকাশ হয়নি)।
গত ২ জুলাই রাত ৯টার দিকে তারা রুমা বাজার ক্যাম্প থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে লাইরুনপি পাড়া টিওবি’র উদ্দেশে যাত্রা করে।
পরে রাতেই পাইন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পলিপ্রাংশা অভিমুখে অভিযান চালানো হয়। গোয়েন্দা সংস্থা থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়ে সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে সেনাবাহিনী।
সেনা সূত্র জানায়, এসব অস্ত্রের মধ্যে কমপক্ষে একটি বা দুটি ২০২৪ সালের এপ্রিলে সংঘটিত চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কেএনএফ সম্প্রতি পার্বত্য অঞ্চলে বেশ কয়েকটি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। অভিযানে কেউ আটক হয়েছে কিনা বা অন্য কোনো সরঞ্জাম উদ্ধার হয়েছে কি না, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি।