যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রতিরক্ষা, ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তি সহযোগিতায় জোর দিচ্ছে ইউক্রেন

সংবাদ প্রতিবেদন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে আলোচনা হয়।

প্রথমে তিনি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশ প্রতিরক্ষা সহায়তাসহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, “একভাবে বা অন্যভাবে, আমাদের অবশ্যই আমাদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

এছাড়া ডেনমার্কের ইউরোপীয় ইউনিয়নের ছয় মাসব্যাপী সভাপতিত্বের সময়ে ইইউ-এর সঙ্গে সম্পর্কোন্নয়নের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হয়েছে। ডেনমার্ক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন এবং ইন্টারসেপ্টর ড্রোন উন্নয়ন সংক্রান্ত চুক্তি এগিয়ে নেওয়া হচ্ছে।

এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকান চেম্বার অব কমার্সের সদস্য, মার্কিন উদ্যোক্তা ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় ইউক্রেনে বিনিয়োগ, কর প্রদান, কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

তিনি বলেন, “আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের প্রতিরক্ষা শুধু জনগণের জীবন নয়, বরং এই দেশীয় ও বিদেশি ব্যবসাকেও রক্ষা করছে।”

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন এখন প্রতিরক্ষা, প্রযুক্তি ও পুনর্গঠন খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসংহতভাবে কাজ করছে। উদ্যোক্তাদের দাবি গুরুত্ব সহকারে শোনা হচ্ছে এবং ব্যবসার জন্য সমতাভিত্তিক ও ন্যায্য নিয়ম-কানুন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে ইউক্রেন তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলতে চায় এবং দেশীয় অর্থনীতির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে একসূত্রে গেঁথে এগিয়ে নিতে চায়।