আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ
টুইট ডেস্ক: জুন মাসে আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। ৩১ মার্চ পর্যন্ত সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে ভারতীয় এই কোম্পানির এই পাওনা ছিল। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় একক অংকের পরিশোধ।
অনলাইন ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ করা ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের মূল্য বাবদ এই অর্থ পরিশোধ করা হয়।
এর আগে প্রতি মাসে আদানি পাওয়ার প্রায় ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেয়ে আসছিল। সব বকেয়া অর্থ- বিলম্ব ফি ও অতিরিক্ত খরচসহ- পরিশোধ করার ফলে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চুক্তিটি আর্থিক ও চুক্তিগত দিক থেকে এখন আবার স্বাভাবিক ও সক্রিয় অবস্থায় ফিরে এসেছে।
বাংলাদেশের কর্মকর্তারা যে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) তদন্ত করছিলেন, সেটি এখন ‘পরিষ্কার’ ঘোষণা করা হয়েছে। গোড্ডা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে মোট প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে। এখন যেহেতু অর্থনৈতিক সমস্যা মিটে গেছে, তাই বাংলাদেশ আদানি গ্রুপকে নির্দেশ দিয়েছে যাতে গোড্ডা কেন্দ্রের উভয়টি ৮০০ মেগাওয়াট ইউনিটই বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিদ্যুৎ সূচি অনুযায়ী চালানো হয়।
২০১৭ সালের ৫ নভেম্বর আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ২৫ বছর মেয়াদি ওই চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার।