আগাম নির্বাচনের দাবিতে বেলগ্রেড উত্তাল, পুলিশের কঠোর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে চলমান সরকারবিরোধী আন্দোলনের মুখে সোমবার ভোরে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়েছে। বিক্ষোভকারীদের গড়ে তোলা ব্যারিকেডগুলো সরিয়ে দিয়ে সার্বিয়ান পুলিশ একাধিক এলাকায় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

অভিযানে আরও কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রতিবাদ ও পুলিশের অভিযান

রবিবার রাতে এবং সোমবার ভোরে বেলগ্রেডের জেমুনসহ কেন্দ্রীয় সড়কগুলোতে বিক্ষোভকারীরা ধাতব বস্তু ও আবর্জনার ডিব্বা দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব ব্যারিকেড সরিয়ে দেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

২৮ জুনের বিশাল বিক্ষোভে অংশ নেয় প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ, যা ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে-আগাম জাতীয় নির্বাচন, দুর্নীতির অবসান, নোভি সাদ রেলস্টেশনে ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় জবাবদিহিতা।

টানা আট মাস ধরে সার্বিয়ার বিভিন্ন শহরে ছাত্র, শিক্ষক, কৃষকসহ সাধারণ মানুষ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

সরকারবিরোধী সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ ৭৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে এখনো ৩৮ জন আটক রয়েছেন। সংঘর্ষে অন্তত ছয় পুলিশ সদস্য ও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ, যিনি বর্তমানে স্পেন সফরে রয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।

তিনি বলেন-

“রাষ্ট্র যথেষ্ট শক্তিশালী। আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো ছাড় দেব না।”

তিনি আরও দাবি করেন, বিক্ষোভকারীরা “বিদেশি মদতপুষ্ট রঙিন বিপ্লব” ঘটাতে চাইছে। তিনি স্পষ্ট করে জানান—আগাম নির্বাচন হবে না, আগামী জাতীয় নির্বাচন ২০২৭ সালেই অনুষ্ঠিত হবে।

ভবিষ্যতের দিকনির্দেশনা

বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং সরকারের কাছে দুইটি মূল দাবি জানিয়েছে-আগাম নির্বাচন আয়োজন, আটক আন্দোলনকারীদের মুক্তি।

এদিকে সার্বিয়ার উচ্চ প্রসিকিউশন অফিস দাবি করেছে, বেশ কিছু গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাষ্ট্রীয় স্থাপনায় হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

TweetNews24.com | সত্য ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ