বাংলাদেশি কার্ডে ভারত এখন ৬ নম্বরে
ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন এক বছরে কমেছে এক-তৃতীয়াংশ
টুইট ডেস্ক: গত বছরের রাজনৈতিক অস্থিরতা ও ভিসা কড়াকড়ির প্রেক্ষাপটে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ হ্রাস পেয়েছে। এরই প্রভাব পড়েছে আর্থিক লেনদেনে। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেছে প্রায় ৬৬ শতাংশ।
চলতি বছরের এপ্রিল মাসে ভারত ভ্রমণকারী বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৩১ কোটি টাকা খরচ করেছেন, যেখানে ২০২৪ সালের এপ্রিলে লেনদেনের পরিমাণ ছিল ৯৭ কোটি টাকা। অর্থাৎ, লেনদেন কমেছে দুই-তৃতীয়াংশের কাছাকাছি।
বাংলাদেশ ব্যাংকের ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এতে আরও বলা হয়, বিদেশ সফরকারী বাংলাদেশিরা এপ্রিল মাসে মোট ৪৬৭ কোটি টাকা ক্রেডিট কার্ডে খরচ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৭০ শতাংশ কম।
ভারতে লেনদেন কমলেও বেড়েছে অন্য দেশে
ভারত একসময় বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে থাকলেও বর্তমানে তার অবস্থান ৬ষ্ঠ। বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে এপ্রিল মাসে ৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে।
এরপর রয়েছে-
থাইল্যান্ড: ৪৭ কোটি টাকা (২০২৪ সালে: ৪৬ কোটি)।
সিঙ্গাপুর: ৪৫ কোটি টাকা (২০২৪ সালে: ৩৫ কোটি)।
যুক্তরাজ্য: ৪৩ কোটি টাকা (২০২৪ সালে: ৩১ কোটি)।
মালয়েশিয়া: ৪৩ কোটি টাকা (২০২৪ সালে: ২০ কোটি)।
পরিবর্তিত ভ্রমণ অভ্যাস
২০২৩ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা জটিলতা সৃষ্টি করে। এর ফলেই ভারতে বাংলাদেশিদের যাতায়াত হ্রাস পায় এবং একসময়কার সর্বোচ্চ ভ্রমণ গন্তব্যটি এখন অগ্রাধিকারে নেই।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আগে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা, শিক্ষা ও কেনাকাটার জন্য সবচেয়ে বেশি ভ্রমণ করতেন এবং লেনদেনও সেখানে হতো সর্বোচ্চ। কিন্তু এখন পরিস্থিতির বদলে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এগিয়ে গেছে।”
বাংলাদেশে বিদেশিদের খরচ বেড়েছে
বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসা ও লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি বছরের এপ্রিল মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ২৬২ কোটি টাকা খরচ করেছেন, যা ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ৬৩.৬৫ শতাংশ বেশি।
এর মধ্যে-
যুক্তরাষ্ট্রের নাগরিকরা: ১০৮ কোটি টাকা
যুক্তরাজ্যের নাগরিকরা: ১৯ কোটি টাকা
ভারতের নাগরিকরা: ১৫ কোটি টাকা
ডেবিট কার্ডে চীনে সর্বোচ্চ খরচ
বাংলাদেশিদের ডেবিট কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি খরচ হয়েছে চীনে (৬৪ কোটি টাকা)। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র (৩৬ কোটি টাকা) এবং তৃতীয় অবস্থানে ভারত (২৯ কোটি টাকা)।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও ভ্রমণ বিধিনিষেধে সাম্প্রতিক পরিবর্তন বাংলাদেশিদের ভ্রমণ-ভিত্তিক খরচের ভূগোলকেই বদলে দিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক লেনদেনের নতুন কাঠামো তৈরি হতে পারে।