ডিসেম্বরে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ সুবিধা পাবে বাংলাদেশ: কেন্দ্রীয় ব্যাংক
টুইট ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন উৎস থেকে চলতি ‘ডিসেম্বর মাসে বাংলাদেশ ১.৩১ বিলিয়ন ডলার’ ঋণ সুবিধা পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৩ ডিসেবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এই ঋণসুবিধার তথ্য প্রকাশ করেন।
ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও অন্যান্য উৎস থেকে মোট ১.৩১ বিলিয়ন ডলারের ঋণ সুবিধা পাবে। আইএমএফ থেকে ৬৮৯ মিলিয়ন ডলার, এশিয়ান ডেভেলমেন্ট ব্যাঙ্ক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার, সাউথ কোরিয়া থেকে ৯০ মিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার রয়েছে।
তিনি বলেন, “আমরা আগামী শুক্রবারের মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলার পাবো।”
‘এডিবি থেকেও ৪০০ মিলিয়ন ডলার’ এই মাসেই পাওয়া যাবে। এছাড়া, ‘৯০ মিলিয়ন পাওয়া যাবে সাউথ কোরিয়া’ থেকে এবং আরও ‘অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার’ পাওয়া যাবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের রিজার্ব বিপিএম-৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে।’
আমাদের এই মাসে বড় পরিমাণে ডলার খরচ হবে আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধ বাবদ। “সেখানে ১ বিলিয়নের মত রিজার্ভ থেকে খরচ হবে,” যোগ করেন মুখপাত্র।