পারমাণবিক সংস্থা IAEA-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইরান
বিশ্ব সংবাদ: বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইরান এ পদক্ষেপের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার, তথ্য বিনিময়, পরিদর্শন এবং আগাম বিজ্ঞপ্তির সব প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।
সোমবার (১৬ জুন) এই সিদ্ধান্ত ঘোষণা করে ইরান জানায়, IAEA ‘পক্ষপাতদুষ্ট আচরণ’ করেছে এবং ইসরায়েলের হামলার বিষয়ে নিরপেক্ষ অবস্থান না নেওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
এই ঘোষণার ফলে এখন থেকে IAEA ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারবে না, এবং ইরান আর কোনো ধরনের কারিগরি বা নিরাপত্তা তথ্য সংস্থাটিকে দেবে না। পরমাণু কার্যক্রমের যে স্বচ্ছতা এতদিন আন্তর্জাতিকভাবে বজায় রাখা হচ্ছিল, সেটি কার্যত এখন বন্ধ হয়ে গেল।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে নতুন সংকট তৈরি করবে।
IAEA এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে কূটনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, ইরান যদি গোপনে পারমাণবিক সমৃদ্ধিকরণ ত্বরান্বিত করে, তাহলে তা একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে গোটা অঞ্চলকে।
এই পদক্ষেপ এসেছে এমন এক সময়ে, যখন ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থার মুখোমুখি এবং পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক সমঝোতার পথ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।