রাজশাহীতে হরতালে পুলিশ সদস্যর গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালের পুলিশ সদস্যের একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য মো. রিপন আলী ছুটিতে পরিবারে সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন।
বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে প্রাইভেটকার থেকে সবাইকে নামিয়ে দেয় হরতাল সমর্থকরা। পরে তারা প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
রফিকুল আলম বলেন, প্রাইভেটকারে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।