রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনবিহীন বেকারীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ (২৫ মে) মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে পাউরুটি উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে পণ্যের নিট ওজন উল্লেখ না থাকায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মহানগর বেকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে বিএসটিআই এর বকেয়া বিল পরিশোধ না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যসামগ্রী উৎপাদন করায় একই এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারীকে সতর্ক করা হয়। সেই সাথে বিল পরিশোধ ও ত্রুটি-বিচ্যুতি সংশোধনে ০৫ দিন সময় প্রদান করা হয়; অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অভিযানকারী দল প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা প্রকৌশলী আসিফ সাদিক। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।