পুলিশ পরিচয়ে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান হেডকোয়ার্টার্সের
টুইট নিউজ ডেস্ক : সম্প্রতি একটি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তারা পুলিশের বিভিন্ন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর কার্যকলাপে লিপ্ত হচ্ছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। হেডকোয়ার্টার্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সকলকে অনুরোধ করা হচ্ছে যেন এই প্রতারকচক্রের ফাঁদে পা না দেন এবং সচেতন থাকেন।”
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং-এর এআইজি ইনামুল হক সাগর, পিপিএম (সেবা), স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় অঙ্গীকারবদ্ধ।
এ বিষয়ে কারও সন্দেহজনক কিছু মনে হলে স্থানীয় থানায় যোগাযোগ করার বা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।