দুর্গম পাহাড়ে বজ্রপাতে আহত নারীকে বিজিবির চিকিৎসা: মানবিক ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত
দুর্গম পাহাড়ে বজ্রপাতে আহত নারীকে বিজিবির উদ্ধার
টুইট ডেস্ক: রাঙামাটির সাজেকের অত্যন্ত দুর্গম এলাকায় বজ্রপাতের ঘটনায় এক নারী মারাত্মক আহত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) বিকেলে সাজেকের নিউথাংনাক পাড়ায়। বজ্রপাতে ২৬ বছর বয়সী নলেনাতি ত্রিপুরা নামে এক বিধবা নারী গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁর দুই সন্তান রয়েছে, কিন্তু এমন দুর্গম অঞ্চলে তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া দুরূহ।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘাইছড়ি ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহিউদ্দিন ফারুকি ওয়্যারলেসে নিউথাংনাক বর্ডার আউট পোস্ট (বিওপি) কে জরুরি উদ্ধার অভিযানে নির্দেশ দেন। এরপর বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত নারীকে বাঁশের স্ট্রেচারে তুলে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে এক ঘণ্টার বেশি সময় নিয়ে বিওপিতে নিয়ে আসেন।
বিওপিতে পৌঁছানোর পর নলেনাতি ত্রিপুরাকে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক জানান, চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে এবং তার হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল হয়। বিষয়টি বিওপি কমান্ডারের কাছ থেকেও নিশ্চিত করা হয়েছে।
বিজিবির এ মানবিক ও দ্রুত পদক্ষেপে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে কৃতজ্ঞতা ও প্রশংসার জোয়ার বইছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের এমন অনেক এলাকায় এখনও স্বাস্থ্যসেবা অপ্রতুল ও দুর্লভ। এসব দুর্গম অঞ্চলে বিজিবিই অনেক সময় স্থানীয়দের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। শুধু সীমান্ত সুরক্ষা নয়, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক কর্তব্যবোধ থেকেই বিজিবি এই সব এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। বিশেষত দুর্যোগ ও সংকটময় মুহূর্তে তাদের এই সহায়তা অনন্য উদাহরণ সৃষ্টি করছে।