পাচারকৃত অর্থে গঠিত হবে জনকল্যাণ তহবিল
টুইট ডেস্ক: লুটপাট ও পাচারের মাধ্যমে রাষ্ট্রের বাইরে চলে যাওয়া অর্থ পুনরুদ্ধার করে জনকল্যাণে ব্যবহারের লক্ষ্যে বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, লুটপাট হওয়া অর্থ ও সম্পদ যাতে যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়, সে জন্য একটি স্বচ্ছ ও জনমুখী তহবিল গঠন করতে হবে। এই তহবিলের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।”
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “এই তহবিল বর্তমান আইনের আলোকে গঠিত হবে। তবে প্রয়োজনে আইন সংশোধন করে আরো কার্যকর কাঠামো তৈরি করা হবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এই তহবিল গঠন সম্ভব হবে। তবে এর দীর্ঘমেয়াদি কার্যক্রমের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারকে গ্রহণ করতে হবে।”
গভর্নর জানান, ইতোমধ্যে সুইজারল্যান্ড, কানাডা ও মালয়েশিয়া থেকে পাচারকৃত অর্থ ফেরতের বিষয়ে অগ্রগতি হয়েছে। কিছু মামলার বিচারকাজ চলমান এবং অর্থ ফেরতের সম্ভাবনা তৈরি হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রীয় পুনরুদ্ধার তহবিল, যা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত অর্থ দিয়ে গঠিত হবে এবং তার সম্পূর্ণ ব্যবহার জনকল্যাণে ব্যয় হবে।
এ বিষয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এই তহবিলের অর্থ স্বাস্থ্য, শিক্ষা, পুনর্বাসন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যবহার করার প্রস্তাব রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থ পাচার রোধে এবং ফেরত আনা অর্থের জনমুখী ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। জনকল্যাণে ব্যয় নিশ্চিত করতে গঠিত হতে যাচ্ছে একটি স্বতন্ত্র, স্বচ্ছ এবং শক্তিশালী বিশেষ তহবিল।