দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচেষ্টায় ইরানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেহবাজ

পাক-ইরান টেলিফোন আলাপ

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্প্রতি এক টেলিফোন সংলাপে অংশ নেন। এই আলোচনায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান-ভারত উত্তেজনা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান এবং দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ইরানের ‘ভ্রাতৃসুলভ কূটনৈতিক প্রচেষ্টার’ জন্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান।

ভারতের ‘উসকানিমূলক হামলা’র তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তানের সাহসী সশস্ত্র বাহিনী দায়িত্বশীল, পরিমিত, তবে উপযুক্ত ও শক্ত প্রতিক্রিয়া দিয়েছে।

জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানে বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা একমত হন।

এই সংলাপ পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের ধারণা।