মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময়ে মিরপুরে হকার মো. সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চারদিনের রিমান্ড শেষ হয়েছে। সাবেক এই এমপিকে এখন কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম শনিবার বলেন, “এ মামলায় তার নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি।”

সাবেক এই এমপিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

গত ১৩ মে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।

এর আগে ১২ মে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মমতাজকে মো. সাগর হত্যা মালায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান ও গুলিবর্ষণ করেন। এ সময় সাগরের বুকে গুলি লাগে।

পরে তার মা বিউটি আক্তার ওইদিন রাত ৩ টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত বছরেরর ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনকে আসামি করা হয়, আর অজ্ঞাতনামা আসামি করা হয় ২৫০ থেকে ৪০০ জনকে। এই মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি হলেন মমতাজ বেগম।

আওয়ামী লীগ সরকার পতনের পর তিনবারের এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে।

লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকা নাম রয়েছে তার।

এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।