রুয়েটে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

মুরাদুল ইসলাম, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে আজ বুধবার (১৪ মে) বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আন্দোলনকারীরা।

বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট ধরে তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি দেখা দেয়। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং প্রভাব খাটিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে বেলা সাড়ে ১১টার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন।