কালুরঘাটে রেল-সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর: দক্ষিণ চট্টগ্রামে স্বপ্ন বাস্তবায়
কালুরঘাটে রেল-সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণ চট্টগ্রামে স্বপ্ন বাস্তবায়নের সূচনা
টুইট প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর বহুল প্রতীক্ষিত রেল ও সড়ক সমন্বিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কালুরঘাট সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি ইতিহাসের অংশ। এই সেতু আমার জীবনের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। আজ দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বপ্ন পূরণের দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো।”
৯৪ বছরের পুরোনো সেতু, এখন ঝুঁকিপূর্ণ
বর্তমান কালুরঘাট সেতুটি ১৯৩১ সালে নির্মিত হয় শুধুমাত্র রেল চলাচলের জন্য। পরে সাময়িকভাবে সড়ক চলাচলের ব্যবস্থাও করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেতুটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেতু উপদেষ্টা জানান, এর কার্যকারিতা শেষ হয়েছে ২০১১ সালেই।
নতুন সেতু: সম্ভাবনার দ্বারপ্রান্তে
সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন কালুরঘাট সেতু হবে যুগপৎ রেল ও সড়কযোগে যুক্ত একটি আধুনিক অবকাঠামো। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করে ২০৩০ সালে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই সেতু দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ করবে। পণ্য পরিবহন, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।