পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের সঙ্গে উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

টুইট ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দার সমবার (১২‌ মে) ইসলামাবাদে সাবেক পররাষ্ট্র সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা ও যুদ্ধবিরতি পরবর্তী কূটনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয় ।

বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট কূটনীতিকরা মুহাম্মদ সিরাস সাজ্জাদ কাজি, সোহেল মাহমুদ, তেহমিনা জানজুয়া, ইনামুল হক ও বর্তমান পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর আমনা বালোচও বৈঠকে উপস্থিত ছিলেন ।

আলোচনার প্রেক্ষাপট

সম্প্রতি কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর হামলার জেরে ভারত “অপারেশন সিন্ধুর” নামে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ২৬ জন নিহত হন। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় “অপারেশন বুনিয়ান উল মারসুস” চালায়। এই উত্তেজনার পর উভয় দেশ আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ।

বৈঠকের মূল আলোচ্য বিষয়

যুদ্ধবিরতির পরবর্তী কূটনৈতিক কৌশল নির্ধারণ।

আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় ও সমর্থন নিশ্চিত করা।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সুসংহত করা।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা।

উল্লেখ্য, এই বৈঠকের আগে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আল-মালকির সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে আঞ্চলিক শান্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় ।

সাবেক পররাষ্ট্র সচিবদের সঙ্গে এই বৈঠক পাকিস্তানের কূটনৈতিক নীতিতে অভিজ্ঞ মতামত অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের পরামর্শমূলক বৈঠক কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।