পররাষ্ট্র সচিবসহ ছয়জনের সদস্যপদ স্থগিত করল ঢাকা অফিসার্স ক্লাব

টুইট ডেস্ক: দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তার সদস্যপদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা।

সোমবার (১২ মে) ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থগিতকৃত সদস্যদের তালিকায় আছেন, জসীম উদ্দিন – পররাষ্ট্র সচিব, এম এ কাদের – সাবেক সচিব, সিরাজুল হক খান – সাবেক সচিব, এস এম গোলাম ফারুক – সাবেক সিনিয়র সচিব ও পিএসসির সদস্য, জহিরুল হক – দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার, আনিসুর রহমান – সাবেক সচিব ও নির্বাচন কমিশনার।

ক্লাবের বক্তব্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অফিসার্স ক্লাবের ছয় সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাঁদের ক্লাবের সদস্যপদ নৈতিক স্খলনজনিত কারণে স্থগিত করা হলো” ।

অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার বলেন, “দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্লাবের নিয়ম অনুযায়ী তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে” ।

এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। কিছু মহল এটিকে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছেন।

পরবর্তী পদক্ষেপ

অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, চূড়ান্ত তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সদস্যপদ স্থগিত থাকবে। আদালতের রায় বা অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ পুনর্বহাল হতে পারে।

এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসনের স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।