রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম এলামনাই কমিটি গঠন

রাজশাহী কলেজ প্রতিনিধি: ‘একই সুতার বন্ধনে, রাষ্ট্রবিজ্ঞান মিলিত হবে প্রিয় প্রাঙ্গনে’ -এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী ও অ্যালামনাই গঠন উপলক্ষে সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) রাজশাহী কলেজের মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় এই স্মরণীয় অনুষ্ঠান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তায়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

শিক্ষক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে অ্যালামনাই কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যায় গঠনমূলক আলোচনা ও মতামতের মধ্য দিয়ে।

সভার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় প্রধান প্রফেসর মো. তায়েজুল ইসলামকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট প্রথম অ্যালামনাই কমিটি গঠন করা হয়। পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য ১৩টি উপ-কমিটিও গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হ‌য়ে‌ছে। এ সময় পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূল্য (চাঁদা) নির্ধারণ করা হয়।

বিভাগীয় প্রধান বলেন, “শিক্ষার্থীদের এই উদ্যোগ আমি সম্পূর্ণ সমর্থন করি। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্মিলন ঘটবে, যা ভবিষ্যৎ প্রজন্মের পথচলায় সহায়ক হবে। তোমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করো এই আয়োজনে।”

প্রফেসর মো. আব্দুস সালাম বলেন, “শিক্ষার্থীদের এই অ্যালামনাই উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তোমাদের আয়োজন সফল হোক।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “কিছু শিক্ষক ও বড় ভাইদের সঙ্গে আলোচনা করে আমি এই প্রোগ্রামের উদ্যোগ নিই। এরপর জুনিয়রদের কাছ থেকে ব্যাপক সাড়া পাই। আমি নিঃসন্দেহে বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তার ইতিহাসের অন্যতম সেরা আয়োজন করতে যাচ্ছে।”

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই প্রথমবারের মতো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এত বড় পরিসরে এমন আয়োজন হতে যাচ্ছে, যা সবার জন্য গর্বের এবং উৎসবমুখর একটি অনুভূতি তৈরি করেছে। বিস্তা‌রিত কিছু‌দি‌নের ম‌ধ্যে জানা‌নো হ‌বে ব‌লে আয়োজকরা জানান।