পারভেজ হত্যা: সেই দুই তরুণীর একজন গ্রেপ্তার
টুইট ডেস্ক : রাজধানী বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় অভিযুক্ত দুই নারী শিক্ষার্থীর একজন, ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, শুক্রবার (৯ মে) ভোরে নদ্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার।
ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এ পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পারভেজের সঙ্গে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি ঘটানোর পর পারভেজের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ৩০-৪০ জন যুবক ঘিরে ধরে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রাতে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ আটজনের নাম উল্লেখ করা হয়, এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়।