পাকিস্তানে হামলার পর রাজস্থান-পাঞ্জাবে ‘সীমান্ত সিল’; দেখামাত্র গুলির নির্দেশ
টুইট ডেস্ক : পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সীমান্ত এলাকায় চলমান সব ধরনের সন্দেহজনক গতিবিধির ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে ‘দেখামাত্র গুলি’র নির্দেশ দেওয়া হয়েছে।
সীমান্তে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা
বৃহস্পতিবার (৮ মে) এনডিটিভি জানায়, পাকিস্তানের সঙ্গে ১,৩৭০ কিমি সীমান্ত ভাগ করে নেওয়া রাজস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, সীমিত করা হয়েছে জনসমাগম, বন্ধ ঘোষণা করা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর স্কুল ও চলমান পরীক্ষা।
বিমান ও সেনা প্রস্তুতি
ভারতীয় বিমানবাহিনী পশ্চিমাঞ্চলে আকাশে টহল দিচ্ছে। গঙ্গানগর থেকে কচ্ছ পর্যন্ত আকাশপথে সুখোই-৩০ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যোধপুর, বিকানের, ও কিষাণগড় বিমানবন্দর থেকে সব ফ্লাইট ৯ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। সক্রিয় করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও ড্রোন-বিরোধী ব্যবস্থা।
রাত্রিকালীন ব্ল্যাকআউট
জয়সলমীর ও যোধপুরে রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যেন আকাশ থেকে শনাক্ত করা কঠিন হয়। পুলিশ ও রেলকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
পাঞ্জাবে সতর্কতা, কর্মসূচি বাতিল
পাঞ্জাব রাজ্যেও পুলিশদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।
ভারতের দাবি ও পাকিস্তানের প্রতিক্রিয়া
ভারতের দাবি, তারা ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ছিল পহেলগামে সন্ত্রাসী হামলার জবাব। দিল্লি দাবি করছে, হামলাগুলো সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রে চালানো হয়েছে, সামরিক স্থাপনায় নয়।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন এবং পাল্টা জবাব দেওয়ার অধিকার সংরক্ষণের কথা বলেছেন।