সীমান্তে উত্তেজনা: রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা
টুইট ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে ভারতের আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে চালানো হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রাজস্থানে নিরাপত্তা জোরদার
রাজ্যের ১,০৩৭ কিমি দীর্ঘ সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকে আকাশপথে টহল জোরদার করা হয়েছে, চালু করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
জোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে ৯ মে পর্যন্ত। গঙ্গানগর থেকে কচ্ছ পর্যন্ত এলাকায় সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া অ্যান্টি-ড্রোন সিস্টেম সক্রিয় করা হয়েছে এবং রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর রয়েছে জয়সালমের ও জোধপুরে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের ও বারমের জেলায়। পুলিশ ও রেলওয়ের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে জরুরি সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
পাঞ্জাবেও জারি একই সতর্কতা
পাঞ্জাবেও পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সীমান্ত উত্তেজনার কারণে সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।
পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রতিশোধের হুঁশিয়ারি
ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে।