১০০ কোটির ক্লাবের পথে স্ন্যাপচ্যাট
টুইট ডেস্ক : বিশ্বজুড়ে তরুণদের মাঝে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট দ্রুতই ব্যবহারকারীর নতুন মাইলফলকের দিকে এগোচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে অ্যাপটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০০ মিলিয়নে (৯০ কোটি)। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে খুব শিগগিরই স্ন্যাপ ১০০ কোটি ব্যবহারকারীর ক্লাবে প্রবেশ করবে।
বর্তমানে অ্যাপটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪৬ কোটি, যা গত বছরের তুলনায় ৪ কোটি বেশি। তরুণদের কাছে জনপ্রিয় এ প্ল্যাটফর্মে রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট ও মেসেজিংয়ের মতো নানা আকর্ষণীয় ফিচার। নিয়মিত আপডেট ও নতুনত্ব আনার ফলে এটি আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।
শুধু ব্যবহারকারী নয়, আয়ের ক্ষেত্রেও বড় সাফল্য দেখিয়েছে স্ন্যাপ। বিজ্ঞাপন থেকে অর্জিত আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, এবং বিজ্ঞাপনদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ। উত্তর আমেরিকায় স্ন্যাপ স্টারদের পোস্ট প্রকাশের হার বেড়েছে ১২৫ শতাংশ, যা বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি এখন পরবর্তী প্রজন্মের এআর অপারেটিং সিস্টেম এবং নতুন ধরনের বিজ্ঞাপন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। স্ন্যাপচ্যাট ছাড়াও তাদের অন্যান্য পণ্য যেমন স্পেক্টাকলস, স্ন্যাপ এবং বিটমজি– প্রযুক্তি খাতে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করছে।
স্ন্যাপ ইনকরপোরেটেডের সিইও ইভান স্পিগেল বলেন, “২০২৫ সালের প্রথম প্রান্তিক আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ছিল। আমরা ব্যবহারকারী, কনটেন্ট এবং বিজ্ঞাপন—তিন ক্ষেত্রেই অগ্রগতি দেখেছি।” তিনি আশাবাদী, ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের মধ্য দিয়ে স্ন্যাপ নতুন অধ্যায়ে প্রবেশ করবে।