জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ৮ জুলাই শুরু, রুটিন প্রকাশ
টুইট ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়।
রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩ আগস্ট (শনিবার) পর্যন্ত। পরীক্ষাগুলো প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে।
প্রথম দিন ৩১টি কোর্সে পরীক্ষা
প্রথম দিনই বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএসহ বিভিন্ন বিভাগের ৩১টি কোর্স এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে পরীক্ষার এই সময়সূচিতে পরিবর্তন আনতে পারে তারা। তাই পরীক্ষার্থীদের নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং www.nubd.info) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এ সংক্রান্ত সময়সূচি সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট সময় ও তারিখ জেনে নিতে বলা হয়েছে।
পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে কোনোভাবেই ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক উত্তোলন করা যাবে না।
জরুরি নির্দেশনা
পরীক্ষার্থীদের প্রবেশপত্র, সময়সূচি ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখতে হবে কোনো পরিবর্তন বা জরুরি নির্দেশনার জন্য।
এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরীক্ষা সমূহের একটি, যার অধীনে দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তথ্যসূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd)