এনআইডি সেবা নিয়ে কঠোর নজরদারি চালাবে নির্বাচন কমিশন
টুইট ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনের কার্যক্রমে কঠোর নজরদারি চালাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর প্রতিবেদন আকারে দাখিল করতে হবে বলে জানিয়েছে ইসি।
এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন। এই নির্দেশনার মাধ্যমে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতি ১৫ দিন পরপর কাজের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে এই প্রতিবেদন প্রস্তুত হবে।
এছাড়া, নির্বাচন কমিশন জানায় যে, মাঠ কর্মকর্তাদের দপ্তরে প্রায় চার লাখ এনআইডি আবেদন ঝুলে রয়েছে, এবং আগামী জুনের মধ্যে এদের নিষ্পত্তি করা হবে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, আঞ্চলিক পর্যায়ে আবেদনের ক্যাটাগরি সঠিকভাবে করা হচ্ছে কিনা, তা মনিটর করা হচ্ছে, এবং কোন ক্ষেত্রেই শিথিলতা মেনে নেয়া হবে না।
এখন, নির্বাচন কমিশন এই পদক্ষেপের মাধ্যমে আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর পাশাপাশি কর্মকর্তাদের দায়বদ্ধতার বিষয়েও গুরুত্ব প্রদান করছে।