পাক সীমান্তে ‘হাই অ্যালার্টে’ ভারতীয় বিমান বাহিনী

বিশ্ব ডেস্ক: কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বিনা উসকানিতে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের পর সীমান্তজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় বিমান বাহিনী। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সীমান্তবর্তী এলাকা বিশেষ করে রাজস্থান ও পাঞ্জাবে বিমান ঘাঁটিগুলোতে সম্পূর্ণ সশস্ত্র যুদ্ধবিমানের ক্রুরা এখন তাৎক্ষণিক অভিযানের জন্য প্রস্তুত।

ভারতীয় বিমান বাহিনীর সূত্র জানায়, ফ্রান্স থেকে কেনা রাফাল মাল্টি-রোল জেট, যা এয়ার-টু-গ্রাউন্ড ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, এগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ মে রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ করে। এর পরপরই ভারতীয় সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়।

এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি নিহত হন। এতে আহত হন আরও অনেকে। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই হামলার পেছনে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা এবং পাকিস্তানের আইএসআই জড়িত।

এই ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। উভয় দেশ একে অপরের কূটনীতিকদের ওপর বিধিনিষেধ আরোপ করে, আকাশসীমা বন্ধ করে দেয় এবং দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি স্থগিত করে।

বর্তমানে সীমান্তজুড়ে দুপক্ষই গুলিবর্ষণের পাশাপাশি প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।