পাকিস্তানের সফল ‘ফাতেহ’ সিরিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করল সেনাবাহিনী

বিশ্ব ডেস্ক: পাকিস্তান সমবার (৫ মে) একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ‘ফাতেহ’ সিরিজের একটি স্বল্প-পাল্লার ভূমি-থেকে-ভূমি ক্ষেপণাস্ত্রের, যার পাল্লা ১২০ কিলোমিটার। ‘এক্স ইন্ডাস’ (Ex INDUS) নামক চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়।

মূলত, সেনা সদস্যদের কার্যকর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্যসমূহ পরীক্ষার লক্ষ্যে এই উৎক্ষেপণ অনুষ্ঠিত হয়।

উৎক্ষেপণের লক্ষ্য

এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদ ক্ষমতা যাচাই করা। এটি পাকিস্তানের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও।

পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি এবং সেনাবাহিনী প্রধান এই সফল উৎক্ষেপণে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

তাঁরা বলেন, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে দেশের ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিহত করতে এবং এই উৎক্ষেপণ তারই প্রমাণ।

কৌশলগত বার্তা

এই উৎক্ষেপণ পাকিস্তানের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রতিরক্ষা প্রস্তুতির প্রতিফলন ঘটায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এই ধরনের উৎক্ষেপণ প্রতিবেশীদের জন্য একটি বার্তা বহন করে, যা দেশের নিরাপত্তা নীতির অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে।