ভারতে ইমরান খান ও বিলাওয়ালের ‘এক্স’ অ্যাকাউন্ট ব্লক

টুইট ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’ (সাবেক টুইটার) ভারতে ব্লক করেছে দেশটির সরকার। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে কেউ যদি ইমরান খান বা বিলাওয়াল ভুট্টোর এক্স প্রোফাইলে প্রবেশ করতে চায়, সেখানে দেখা যাচ্ছে “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, পেহেলগাম হামলার বিষয়ে বিলাওয়ালের “সাহসী ও স্পষ্ট অবস্থান” ভারতের সরকারের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে, যার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেল থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাওয়ালের বক্তব্যে আতঙ্কিত হয়ে পড়েছেন। এটা ভারতের গণতন্ত্রের দুর্বলতা ও মোদির ভীতিপূর্ণ মনোভাবেরই প্রমাণ।”

পিপিপির মুখপাত্র আরও বলেন, “বিলাওয়াল সেই ব্যক্তি, যিনি আন্তর্জাতিক অঙ্গনে মোদির ‘গুজরাটের কসাই’ রূপ উন্মোচন করেছিলেন। তিনি মোদির যুদ্ধমুখর মানসিকতার বিরুদ্ধে কথা বলতে থাকবেন।”

প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তানের বিভিন্ন সরকারি সংস্থা, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, ক্রীড়াবিদ ও শিল্পীদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে।

উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম ‘এক্স’ নিষিদ্ধ রয়েছে।