তিন দফা দাবিতে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

টুইট ডেস্ক : গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুরুতে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি দিয়ে আন্দোলনের সূচনা হলেও এটি ধাপে ধাপে পূর্ণদিবস কর্মবিরতিতে রূপ নেবে।

শিক্ষকরা সরকারপ্রদত্ত ১২তম গ্রেড প্রত্যাখ্যান করে ১১তম গ্রেড দাবি করছেন। তাদের আরও দুই দাবি হলো-চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সহজীকরণ এবং শতভাগ অভ্যন্তরীণ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।

আন্দোলন কর্মসূচি অনুযায়ী: ৬-১৫ মে: প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি, ১৬-২০ মে: প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি, ২১-২৫ মে: অর্ধদিবস কর্মবিরতি, ২৬ মে থেকে: দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

এর আগে গত ১৩ মার্চ উচ্চ আদালতের রায়ে দেশের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে মর্যাদা ও ১০ম গ্রেডে বেতন সুবিধা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিলেও, শিক্ষকরা তা যথেষ্ট মনে করছেন না।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।