কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের অভিষেক, অর্জন করলেন নতুন মাইলফলক
টুইট ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয়ের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। বিশ্ববিখ্যাত একটি বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পাশাপাশি এবার তিনি পা রাখতে চলেছেন মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। ২০২৫ সালের কান উৎসবেই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলিয়ার সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনও উপস্থিত থাকবেন এবারের উৎসবে। রেড কার্পেটে ঐশ্বরিয়ার সঙ্গেই দেখা যাবে আলিয়াকে।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে আলিয়া বলেন, “প্রথমবারের অনুভূতি সবসময়ই বিশেষ। কান চলচ্চিত্র উৎসবে আমার এই অভিষেককে আমি খুব গর্বের সঙ্গে দেখছি। এটা সিনেমা এবং আত্ম-প্রকাশের এক অসাধারণ সম্মিলন।”
তিনি আরও বলেন, “আমার কাছে সৌন্দর্য মানে নিজের মতো থাকা, আত্মবিশ্বাসকে উদযাপন করা। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা দীর্ঘদিন ধরে নারীদের নিজস্বতাকে তুলে ধরছে। এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেই আমি প্রথমবার কান উৎসবে যাচ্ছি, এটি আমার জন্য দারুণ সম্মানের।”
আলিয়া ছাড়াও এই বিউটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে কান উৎসবে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা—ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে রেক্সা এবং ইজুল্ট—যারা সবাই একত্র হবেন এই আন্তর্জাতিক আয়োজনের রঙিন রেড কার্পেটে।