গাজায় অবরোধের কারণে ক্ষুধায় ৫৭ ফিলিস্তিনির মৃত্যু, অধিকাংশই শিশু ও বৃদ্ধ
টুইট ডেস্ক : ইসরায়েলের অবিরাম হামলা এবং অবরোধের ফলে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ১৮ মাস ধরে চলা এই অবরোধের ফলে ৫৭ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।
গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অবরোধের পর থেকে এ পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এটি আরও বাড়তে পারে। কারণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় জরুরি খাদ্য, শিশুদের দুধ, পুষ্টিকর উপাদান এবং ওষুধ প্রবাহ বন্ধ হয়ে গেছে।
শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-মার্চে ৯ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। গাজায় প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি নাগরিক এই মানবিক সংকটের শিকার হয়ে পড়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ইসরায়েল খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা প্রমাণিত হয়েছে ৬৩ দিন ধরে চলমান অবরোধের মাধ্যমে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্য এবং সীমান্ত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে।
গাজার ৮০ শতাংশ মানুষ বর্তমানে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু অবরোধের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে, ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজায় প্রায় ৫২ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে মামলা করেছে।