পণ্যের পর এবার জাহাজেও নিষেধাজ্ঞা: ভারতকে পাল্টা জবাব পাকিস্তানের
টুইট ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের পাকিস্তানি পণ্যে নিষেধাজ্ঞার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর প্রবেশ নিষিদ্ধ করেছে পাকিস্তান।
শনিবার গভীর রাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক সরকারি বিবৃতিতে জানায়, “বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ভারতের পতাকা বহনকারী কোনো জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে ঢুকতে পারবে না। একইভাবে পাকিস্তানি পতাকাধারী জাহাজগুলোর জন্যও ভারতের বন্দর নিষিদ্ধ থাকবে।”
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এ নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটলে তা আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে একই দিনে, ভারত সরকার একটি বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে কোনও পণ্য আমদানি করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা সেই বিবৃতিতে বলা হয়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং কোনও ব্যতিক্রম করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ২২ এপ্রিল ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণাও রয়েছে।
পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং এখন জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করল।
এই ঘটনার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ দুই পক্ষকে সংযত থাকতে আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি এখনো অস্থিতিশীল।