গুজরাট রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বার্তা
বিশ্ব ডেস্ক: গুজরাট রাজ্যের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (Twitter)-এ রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি লেখেন,
“On the proud occasion of their Statehood Day, my best wishes to the people of Gujarat. The state has distinguished itself for its culture, spirit of enterprise and dynamism. The people of Gujarat have excelled in various fields. May the state keep attaining new heights of progress.”
গুজরাট তার ঐতিহ্যবাহী সংস্কৃতি, উন্নয়নপ্রবণ মনোভাব ও শিল্পোদ্যোগের জন্য বিশেষভাবে খ্যাত। রাষ্ট্রনেতাদের বার্তার পাশাপাশি, দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে গুজরাটবাসীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে।
১৯৬০ সালের ১ মে বোম্বে রাজ্য ভেঙে গঠিত হয় গুজরাট ও মহারাষ্ট্র। সেই থেকে প্রতি বছর ১ মে দিনটি পালিত হয় গুজরাটের রাষ্ট্রগঠন দিবস হিসেবে।
প্রতিষ্ঠা দিবসে রাজ্যজুড়ে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী শিল্পের প্রদর্শনী ও সরকারি কর্মসূচি। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও দিনটি উপলক্ষে রাজ্যের উন্নয়ন এবং আগামী দিনের রূপরেখা তুলে ধরেছেন।