ইশরাক হোসেন শপথ নিলে মেয়র হিসেবে কতদিন দায়িত্বে থাকতে পারবেন?
টুইট ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রশ্ন উঠেছে-শপথ নিলেও তিনি মেয়রের দায়িত্বে কতদিন থাকতে পারবেন?
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ফল বাতিল চেয়ে মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ আপিল ট্রাইব্যুনালের রায়ে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ইসি সংশোধিত গেজেট প্রকাশ করে।
বর্তমান আইন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের মেয়াদ শেষ হচ্ছে ১৫ মে ২০২৫। অর্থাৎ শপথ নিলেও ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন মাত্র ১৫-১৬ দিন।
এই প্রেক্ষাপটে নতুন করে তফসিল ঘোষণা হলে, ইশরাক হোসেনকে নির্বাচনে অংশ নিতে হলে এই স্বল্পমেয়াদি পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ।
তিনি বলেন, “বর্তমান আইনে এ ধরনের পরিস্থিতির জন্য স্পষ্ট কোনো নির্দেশনা নেই। তবে প্রস্তাবিত স্থানীয় সরকার সংস্কার কমিশনে বলা হয়েছে, মেয়াদ শেষে ভোট না হলে প্রশাসক নিয়োগের ব্যবস্থা থাকবে।”
ইসি গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও, তা পাওয়ার আগেই রোববার রাতেই গেজেট প্রকাশ করে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “আমাদের মতামতের অপেক্ষা না করেই তারা গেজেট প্রকাশ করেছে, এখন আমাদের বলার কিছু নেই।”
অন্যদিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ীই আমরা গেজেট প্রকাশ করেছি।”
এর আগেও একই ধরনের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছিল। তিনি বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন।
সিটি করপোরেশনের মেয়াদ প্রায় শেষ। এ অবস্থায় শপথ নিলেও ইশরাক হোসেন কতদিন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে এখনো রয়েছে আইনগত অনিশ্চয়তা। নতুন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সেই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর মিলছে না।