ইরানে বিস্ফোরণ: ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানি এমপির
টুইট ডেস্ক : ইরানের বন্দর শহর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জন নিহত এবং এক হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইরান ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, দেশটির একটি সংসদ সদস্য ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছেন।
ইরানের সংসদ সদস্য মোহাম্মদ সেরাজ দাবি করেছেন, ইসরায়েল পূর্ব পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে। তার মতে, কনটেইনারে বিস্ফোরক বসিয়ে, স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে, যা নিছক দুর্ঘটনা নয়।
এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি জানিয়েছেন, একটি ছোট আগুন থেকে এই বিস্ফোরণটি শুরু হয়েছে। তবে তিনি এটাও বলেছেন, আগুনের উৎস এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মোমেনি বলেন, শনিবার দুপুর ১২টা ৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং এক মিনিটের মধ্যে আগুন আশেপাশের কনটেইনারে পৌঁছে বিস্ফোরণ ঘটে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ রাসায়নিক বস্তুর উপস্থিতি, তবে নাশকতার কোনো প্রমাণ তারা পাননি। তিনি আরও জানান, বিস্ফোরণের তীব্রতা এতটা শক্তিশালী ছিল যে, ৫০ কিলোমিটার দূর থেকেও এটি অনুভূত হয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ফারজিন নাদিমি উল্লেখ করেছেন, নাশকতার সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করা সম্ভব নয়। বিস্ফোরণের পর, আশেপাশের ভবনের ছাদ এবং জানালা ভেঙে গেছে এবং গাড়িগুলো পুড়ে গেছে। এমনকি, ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে।
এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর, যা হরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই বন্দরটি হরমুজ প্রণালির উত্তর দিকে, যেখানে পৃথিবীর মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।