ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগু(লি); উত্তেজনা চরমে

টুইট ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে গত শুক্রবার (২৬ এপ্রিল) আবারও লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার রাতে এলওসির ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালায়। এ ঘটনার পর, ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের গুলির উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এবং এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই গোলাগুলির ঘটনা কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো ঘটল। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্র হয়েছে।

এএনআই জানিয়েছে, পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালালেও ভারতীয় সেনা তা শক্ত হাতে প্রতিহত করেছে।

এদিকে, পেহেলগাম হামলার পর অনন্তনাগ অঞ্চলে চিরুনি তল্লাশি শুরু হয়েছে, যেখানে ভারতীয় পুলিশ, প্যারামিলিটারি বাহিনী ও সেনাবাহিনী একযোগে অভিযান চালাচ্ছে। কুলগাম জেলার কুইমোহ এলাকা থেকে ২ জন মদদদাতা গ্রেফতার করা হয়েছে।

এই গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি নিয়ে গভীর মনোযোগ রাখা হচ্ছে।