মাসে ৩৫ কোটির বেশি ব্যবহারকারী জেমিনির

টুইট ডেস্ক : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি এখন প্রতি মাসে ৩৫ কোটির বেশি ব্যবহারকারী সেবা নিচ্ছে-এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রে গুগলের বিরুদ্ধে চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে।

প্রযুক্তি বিশ্লেষক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মাত্র পাঁচ মাসের ব্যবধানে জেমিনির ব্যবহার তিন গুণ বেড়েছে। যেখানে গত বছরের অক্টোবরে এর দৈনিক ব্যবহারকারী ছিল মাত্র ৯০ লাখ, এখন তা মাসিক ৩৫ কোটিতে পৌঁছেছে।

তবে জনপ্রিয়তার দিক থেকে জেমিনি এখনো পিছিয়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও মাইক্রোসফটের কোপাইলট থেকে। মার্চে চ্যাটজিপিটির ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি, এবং মেটার এআই টুলগুলোর ব্যবহার ছিল প্রায় ৫০ কোটি জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।

বিশ্লেষকদের মতে, জেমিনির এই দ্রুত উত্থান গুগলের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ হলেও, এটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগকে আরও জোরালো করতে পারে।

গুগল সম্প্রতি জেমিনিকে স্যামসাং স্মার্টফোন, গুগল ওয়ার্কস্পেস, এবং ক্রোম ব্রাউজারের সঙ্গে একীভূত করেছে, যার ফলে এটি সহজেই কোটি কোটি ব্যবহারকারীর হাতে পৌঁছেছে।

বর্তমানে জেমিনি এআই বাজারে চ্যাটজিপিটি, কোপাইলট ও মেটার থ্রেডস-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে।