রোমের পথে প্রধান উপদেষ্টা: পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা নিবেদন আজ

বিশ্ব ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস আজ সকাল ৯:২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২:২৫ মিনিট) কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভ্যাটিকান যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার রোম পৌঁছানোর কথা রয়েছে ইতালির স্থানীয় সময় দুপুর ২:১৫ মিনিটে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত রাষ্ট্রদূত তাঁকে অভ্যর্থনা জানাবেন।

আগমন পরবর্তী এক ঘণ্টার মধ্যেই, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩:১৫ মিনিটে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় ভ্যাটিকান সিটির জন্য পোপের পক্ষ থেকে নিযুক্ত ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গ্যামবেত্তি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধিদলের উদ্দেশে আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন।

আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ৮:০০ টায় (বাংলাদেশ সময় দুপুর ১২:০০ টায়) তিনি রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিরামিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোররাতে দেশে পৌঁছানোর কথা রয়েছে।