দোহায় শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

টুইট ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস কাতারের রাজধানী দোহায় আজ বৃহস্পতিবার এক রুদ্ধদ্বার বৈঠকে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এই বৈঠকের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রধান খাতসমূহে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।

বৈঠকে মালদ্বীপের সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের একজন সদস্য, দেশটির সাবেক এক মন্ত্রী, কাতারের রাজপরিবারের প্রতিনিধি, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং বেশ কয়েকজন প্রভাবশালী প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী অংশ নেন।

বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হলো এমন একটি বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা, যা এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয়।”

বিনিয়োগকারীরা বাংলাদেশের উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটন খাত—বিশেষ করে কক্সবাজারে রিসোর্ট প্রকল্পের—বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা সবাইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তারা চাইলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে পারবেন।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।