কাতারে ইউনূস-শেখা মোজা বৈঠক
টুইট ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিট ২০২৫-এ কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন ও কাতারের আমিরের মা শেখা মোজা বিন্ত নাসেরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকটি সামিটের উদ্বোধনী অধিবেশন শেষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে টেকসই উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, “আমরা চাই বাংলাদেশ বিশ্বে আশার বাতিঘর হিসেবে দাঁড়াক এবং আমাদের বন্ধু ও অংশীদারদের সঙ্গে মিলে অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখন করি।”
এর আগে, অধ্যাপক ইউনূস দোহায় পৌঁছে আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং কাতার ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ও সিইও শেখা হিন্দ বিন্ত হামাদ আল থানির আয়োজিত ভিভিআইপি অতিথিদের জন্য সংবর্ধনায় যোগ দেন।
প্রসঙ্গত, অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় দোহায় পৌঁছান। এই সফরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং কাতারের উপপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এই সফর ও বৈঠক বাংলাদেশের সঙ্গে কাতারের অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।