পারভেজ হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজে ছাত্রদলের মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের প্রধান গেটের সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিফুজ্জামান প্রীতম, মিজানুর রহমান, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জল মিয়া, রাহাত, মিজানুর, জুবায়েরসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির বলেন, “আমরা লক্ষ্য করেছি, এই হত্যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা জড়িত রয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা রাজশাহীতে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।”
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম পারভেজ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে।