বিয়ের পর প্রথম জন্মদিনে বিশেষ মুহূর্তে মেহজাবীন

টুইট ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জীবনে এবার যেন এক অন্যরকম জন্মদিন। সম্প্রতি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক ও নির্মাতা আদনান আল রাজীবকে। বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন-যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

গত শনিবার (১৯ এপ্রিল) ছিল মেহজাবীনের জন্মদিন। জন্মদিন ঘিরে ছিল স্বামী, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর এক বিশেষ পরিকল্পনা। অভিনেত্রীর ভাষায়, “বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিনটি স্বামীর বাড়িতে এবং আমার নিজের পরিবারের সঙ্গেও উদযাপন করবো, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ ও সুখী থাকি।”

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন। এরপর থেকে ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন অসংখ্য জনপ্রিয় নাটক, বিজ্ঞাপন এবং সাম্প্রতিক সময়ে বড় পর্দায় কাজ করে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন।

তার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটক দিয়ে। এরপর একে একে ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আনলিমিটেড’-সহ আরও অনেক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি।

দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে এনে গত ২৩ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজীব ও মেহজাবীন। এখন দুজনেই নতুন জীবনে পা দিয়ে একে অপরের পাশে সুখে সময় কাটাচ্ছেন।